পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ১০০ কোটি শিশুর জীবন ‘খুবই উচ্চ ঝুঁকিতে’ রয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা ‘কিডস রাইটস’ এক প্রতিবেদনে এ নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, গত এক দশকে কম বয়সী শিশুদের জীবনমানের কোনও উন্নয়ন হয়নি। রাষ্ট্রসংঘের সরবরাহ করা পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ২০২২ সালের কিডস রাইটস সূচকে বলা হয়েছে, প্রায় ৮২ কোটি শিশু বর্তমানে তাপপ্রবাহের সংস্পর্শে এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থাটি বলছে, বিশ্বব্যাপী ৯২ কোটি শিশুর ওপর ক্ষতিকর প্রভাব ফেলেছে পানির ঘাটতি। ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ কোটি শিশু অর্থাৎ প্রতি ৪ জনে ১ জন। কিডস রাইটস ইনডেক্স হল, প্রথম ও একমাত্র সূচক যা শিশু অধিকারের প্রতি দেশে-দেশে কতটা সম্মান জানানো হয়, তা প্রকাশ করে থাকে। শিশু অধিকার বাস্তবায়নে সূচকের ওপরের দিকে রয়েছে আইসল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ড। ১৮৫টি দেশের মধ্যে তলানির দিকে রয়েছে সিয়েরা লিওন, আফগানিস্তান ও চাদ। কিডস রাইটসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মার্ক ডুলার্ট এই বছরের প্রতিবেদনকে ‘বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জন্য উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দ্রুত পরিবর্তন হওয়া জলবায়ু শিশুদের ভবিষ্যৎ ও তাদের মৌলিক অধিকারকে হুমকির মধ্যে ফেলেছে। ডুলার্ট বলেন, গত দশকজুড়ে শিশুদের জীবনমানে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তার ওপর কোভিড মহামারির কারণে তাদের জীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। কিডস রাইটস বলছে, শিশুদের ওপর মহামারির প্রভাব ছিল মারাত্মক। সরবরাহ বিঘ্নিত হওয়ায় তারা খাবার এবং ওষুধ পায়নি।