নয়াদিল্লি, ১১ জুলাই : হাজতে ৩০০ দিন কেটে গেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উমর খালিদের। গত বছর উত্তর-পূর্ব দিল্লির হিংসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কঠোর ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছে উমরকে। তাঁর পরিবার ও দেশের প্রথম সারির সমাজকর্মীদের মতে, সিএএ-বিরোধিতা ও মোদি সরকারের নানা জনবিরোধী নীতির সমালোচনা করার জন্য আটক করে রাখা হয়েছে উমরকে। জেলে তাঁর ৩০০ দিন পেরিয়ে যাওয়ার পর টুইটারে উমরের মুক্তির দাবিতে ক্যাম্পেন শুরু হয়েছে হ্যাশট্যাগ উমর কো রিহা করো নামে। সমাজকর্মীরাও তাঁর মুক্তির দাবিতে প্রচার ও ওয়েবিনার করছেন। শনিবার টুইটারে বিজেপি সরকারের দমনমূলক নীতি ও এই অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের অভিনেত্রী রিচা চাড্ডা, গুজরাতের বিধায়ক জিগনেশ মেলবানি, রেডিও জকি সায়েমা সহ অনেকে। রিচা চাড্ডা প্রশ্ন তুলেছেন, শান্তি ও ঐক্যের কথা বলার জন্য কি উমরকে গ্রেফতার করা হল? সায়েমা বলেছেন, জামিয়ার বন্দুকবাজ রাম ভক্ত গোপালের জেলহাজত হল না। মুসলিমদের বিরুদ্ধে হিংসাত্মক কাজের ডাক দেওয়ার পরও সে মুক্ত। এদিকে আইন না ভেঙেও উমর সহ অন্যান্য আন্দোলনকারীরা কারারুদ্ধ। টুইটারে জনপ্রিয় হুসেন হায়দরি আলোকপাত করেছেন সরকারের দুই রকম আচরণের উপর। উমর ও শর্মার জন্য আলাদা আলাদা নিয়ম কেন হবে। উমরের বাবা সৈয়দ ক্বাসমি রসুল ছেলের ছোটবেলার একটি ছবি শেয়ার করে লিখেছেন, উমরের জীবন থেকে ৩০০ দিন কেড়ে নিল তারা।