পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর স্ত্রীকে বালিশ চাপা দিয়ে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমারমঙ্গলমের স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে দিল্লির বসন্ত বিহারের বাড়ি থেকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমারমঙ্গলমের স্ত্রী ৬৭ বছরের কিট্টি কুমারমঙ্গলমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টা নাগাদ বাড়িতে পরিচারিকাকে সঙ্গে নিয়ে একাই ছিলেন কিট্টি কুমারমঙ্গলম। সেই সময় সঙ্গে দুই ব্যক্তিকে নিয়ে বাড়ির পরিচিত ধোপা আচমকাই জোর করে ঘরে ঢুকে পড়ে। ডাকাতির উদ্দেশ্যেই তারা এসেছিল বলে অনুমান পুলিশের। এরপরেই পরিচারিকাকে একটি ঘরে বন্ধ করে কিট্টি কুমারমঙ্গলমের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তারপরেই তাকে খুন করা হয়।
তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত ২৪ বছরের রাজু লক্ষ্মণ নামের ওই ধোপাকে তার বাড়ি ভানওয়ার সিং ক্যাম্প থেকে গ্রেফতার করে। তবে তার আর দুই সহযোগীর এখনও হদিশ পায়নি পুলিশ।
দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিতপ্রতাপ সিংহ জানিয়েছেন, মঙ্গলবার রাত ৯টা নাগাদ দুজন সঙ্গী নিয়ে কিট্টির বাড়িতে গিয়েছিল রাজু। রাজু দরজার ঘণ্টি বাজালে তা খুলে দেয় কিট্টির গৃহকর্মী। ওই গৃহকর্মীকে একটি ঘরে আটকে রাখে সে। এর পর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করে। ডাকাতির সময় কিট্টিকে হেনস্তাও করা হয় বলে দাবি পুলিশের। বাধা দিলে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কিট্টি কুমারমঙ্গলম সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বহুদিন কর্মরত ছিলেন। তাঁর স্বামী পি আর কুমারমঙ্গলম ১৯৮৪ সালে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। ১৯৯৮ সালে দেশের বিদ্যুৎমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।